আমার এই একটি মাত্র গলি
সপাট ওষ্ঠাঘাতে
বাঁশিওলা, তুমি ডেকে যাও
আমি সেই পথে চলি।
আমার এই একটি মাত্র সুর
অলীক নিষাদ রাতে
উদাসীন, করো ছেলেখেলা
জেগে থাকি, ক্ষণভঙ্গুর।
আমার এই একটি মাত্র ঘর
শিথিল বিস্মৃতিতে
আকিঞ্চন, আমি কড়া নাড়ি
পাশ ফেরো, বিলাসী ঈশ্বর!
খন্ডিতাদের যাপিত জীবন
2 years ago
প্রথম স্তবকের তৃতীয় লাইনের শেষ দুটো শব্দ “ডাক” “দাও” রুদ্ধদল হয়ে যাওয়াতে ওখানে তালটা একটু অন্য রকম হয়ে যাচ্ছে। লক্ষ্য করলে দেখা যাবে, অন্য স্তবকগুলোর তিন নম্বর লাইনে, “ছেলেখেলা” বা “কড়া নাড়ি”, মানে মুক্তদলের ব্যবহার আছে বলে কবিতা ওখানে অনেক মসৃণ এগিয়ে চলে। কবি এটা নিয়ে ভেবে দেখতে পারেন।
ReplyDeleteকবিতা ভালো লাগল...শুভেচ্ছা...
thank you. change korlam.
ReplyDeleteসাধু..
ReplyDelete