About Me

I am like a pebble lying beside the road for ages. I observe and think. Sometimes I want things to be changed. But I am not an active person at all. So I just lie down and watch the play taking place around me. Somehow I enjoy the solitude I live in. I am happy with the package I came with. This beautiful earth, sunshine and rain…

Saturday, August 7, 2010

আমার আসলে কোন ফেরা নেই


আমার আসলে কোন ফেরা নেই।
জানি এ শীতের রাতে
জ়েগে আছে আমার শহর -
চাঁদে পাওয়া ঘুসঘুসে বুড়ি,
একলাটি রেলপথ,
মথুরা নগর ছাড়া বহুদিন,
জড়ো করে কানা ভাঙা চকমকি নুড়ি।

আমার যদিও কোন ফেরা নেই।
আমার মায়াবী বাড়ি -
আহা, সে শীতের রাত!
বসেছিল আগুনের বড় কাছাকাছি,
গোল গোল ধোঁয়া ওঠা,
মোলায়েম রুশ দেশী রুটি -
বুড়ো মেঘ, আমিও তো দিন আনি দিন খাই বাঁচি!

আমার অবশ্য কোন ফেরা নেই।
আমার রূপসী সিঁড়ি,
খুঁটে বাঁধা চেকনাই ঘোড়া,
ছাইচাপা জোছনাতে এবারেও চাঁদ ডাকে, আয় –
আমি তো বাধ্য মেয়ে,
কথা মত ছায়াপথ হাঁটি -
আমার সমস্ত পথ, যথারীতি, তোমার কাছেই যায়!

3 comments:

  1. আপনার অন্য রকমের লেখা গুলো-ই বেশি ভালো হয়।

    ReplyDelete