- কেমন আছিস শুনি?
- কেমন আবার! রঙে-রসে জাল বুনি।
- রঙের গুমোর বড়!
- গুমোর তো নেই! যা আছে সব কাড়ো।
- কাড়লে কোথায় যাবি?
- দেখবো খুঁজে – হারিয়ে যাওয়া স্বপ্নলোকের চাবি।
- অতই সহজ পাওয়া?
- নাই বা পেলাম। থাকবে ছুঁয়ে পাগল প্রভাত হাওয়া।
- পথ হারালে পরে?
- ভয় কি তাতে! হারাই বলেই পাই যে নতুন করে!
- হাত ধরবি কার?
- খুঁজবো তোকেই। পরাণসখা, বন্ধু রে আমার! ************************************************[জয়কে টুকলেই কি গোঁসাই হওয়া যায় মামনি?]
besh bhalo kobita ... khub bhalo laglo :)
ReplyDeleteasadharan lekha....bhishan bhalo laglo...ke bollo tui kabita bhalo likhis na??....tui nije bolleo shunchhi na...
ReplyDelete