এভাবেই ঝরে যায় টুপটাপ
জলকণা, মেঘে আধোলীন।
এভাবেই তারাদের কিংখাব -
আঁধারেও ভীষন রঙীন।
এভাবেই গল্পেরা নিষ্পাপ -
শীতঘুম গেলো বালুচরে।
এভাবেই হৃদয়ের উত্তাপ
শোধে ঋণ, বিষাদে ও জ্বরে।
এভাবেই শুষে নিই জলছাপ
নিভৃতি এভাবেই এলো -
এভাবেই সোনা হয় চুপচাপ
যাবতীয় ভ্রমণের ধুলো।
খন্ডিতাদের যাপিত জীবন
2 years ago
ki likhechhis re!! emon kobita likhe seta shudhu nijer jonyo lukiye rakhte hoe!!! paap hobe je tor...
ReplyDeletekhub bhalo , eta ekhono porjonto amar mote tor best..
eta poRini to agey! Khub sundor! khub :)
ReplyDelete