About Me

I am like a pebble lying beside the road for ages. I observe and think. Sometimes I want things to be changed. But I am not an active person at all. So I just lie down and watch the play taking place around me. Somehow I enjoy the solitude I live in. I am happy with the package I came with. This beautiful earth, sunshine and rain…

Friday, July 23, 2010

অস্থিরতা ভাত চেয়েছে

অস্থিরতা একটা পাগল
খুঁজছে আমায় সকাল-সাঁঝে
যেইখানে যাই, জটপড়া চুল
নোংরা জামা, সামনে আসে -
চাইছে খেতে, আমায় নিতে
ঘর চেনে না, ভাঙছে আগল!
ভাত দিই নি, তবুও দেখো
কপাট ধরে দাঁড়িয়ে আছে!
জ্বরের মত আসছে কাছে
কপাল জুড়ে, শরীর জুড়ে
জরীপ করে আঠালো চোখ -
অতর্কিতে কামড় বসায়
ঘাড়ের কাছে, হ্যাঁচকা টানে
ফেলছে এনে শানের ওপর -
কাঁটা বেছে খায় তৃপ্ত বেড়াল!
অস্থিরতা ভাত চেয়েছে -
সাপটে ধরে বুকের মাঝে
তাকিয়ে আছে অষ্টপ্রহর -
দেয় না হতে চোখের আড়াল!

No comments:

Post a Comment