About Me

I am like a pebble lying beside the road for ages. I observe and think. Sometimes I want things to be changed. But I am not an active person at all. So I just lie down and watch the play taking place around me. Somehow I enjoy the solitude I live in. I am happy with the package I came with. This beautiful earth, sunshine and rain…

Sunday, February 28, 2016

অস্থির সময়ের জার্নাল - ৪

আজকের বিশেষ খবর - রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, সীতারাম ইয়েচুরি সহ নজনের নামে দেশদ্রোহের অভিযোগ নিয়ে এফ-আই-আর দায়ের হয়েছে। খবরটা শুনে আমার বেশ মজা লেগেছে। সিডিশন অ্যাক্ট যে কতখানি হাস্যকর তা দেখানোর জন্য এর চেয়ে হাতে গরম উদাহরণ আর পাওয়া যেত না। এই নজনের বিরুদ্ধে অভিযোগ হল - দিল্লী পুলিশ কানাহাইয়া কুমারের নামে দেশদ্রোহের অভিযোগ এনেছে জানা সত্ত্বেও এনারা জেএনইউ গিয়েছিলেন এবং দেশদ্রোহের সমর্থন করেছেন। রাহুল গান্ধীরা কি কারণে জেএনইউ গিয়েছিএলেন তার তদন্ত করা এই লেখার উদ্দেশ্য নয়। আমরা বরং দেখে নিই এনাদের নামে যে ধারায় অভিযোগ দায়ের হয়েছে এই ধারাটি কি।

এই ব্যাপারে আমার বন্ধু অনির্বাণের কয়েকদিন আগে করা একটি ফেসবুক পোস্টের সাহায্য নেব। অনির্বাণ যেমন লিখেছিল আমি সেভাবেই তুলে দিচ্ছি। আপনারা চাইলে Section 124A গুগুল সার্চ করে মিলিয়ে নিতে পারেন।

   Section 124A (Sedition) as it read in the 1860 original version of the Indian Penal Code: 
 
 Whoever, by words, either spoken or written, or by signs, or by visible representation, or otherwise, brings or attempts to bring into hatred or contempt, or excites or attempts to excite disaffection towards [Her Majesty or](1) the Government established by law in [British India](2), [British Burma](3) shall be punished with [Transportation for life or any shorter term](4), to which fin...e may be added, or with imprisonment which may extend to three years, to which fine may be added, or with fine. 
 
 Now how do we get today's version of the same section after corrections/ amendments/ substitutions post independence?
 
 Drop (1) and (3)
 Replace (2) by India
 Replace (4) by Imprisonment for life.
 
 And, bingo!! Do we really need to go into the intent of the authors of the original version?
 

সোজা বাংলায় এই আইনটি আমাদের বৃটিশ উত্তরাধিকার। বৃটিশ আমলে এই আইনে এমন অনেকে অভিযুক্ত হয়েছেন যাঁদের আমরা পরবর্তীকালে দেশনায়ক হিসেবে সম্মান করেছি। বৃটিশ আমলের সব জিনিসই খারাপ এমন কথা আমি বলি না। কিন্তু মজার ব্যাপার, যাঁরা এই আইন দেখিয়ে টপাটপ লোকজনকে জেলে পুরতে চাইছেন তাঁরাই কিন্তু ভারতীয় সংস্কৃতি নিয়ে গর্ব করেন, পশ্চিমা প্রভাবকে সন্দেহের চোখে দেখেন। তাঁদের আমি শুধু এটাই মনে করিয়ে দিতে চাই সেকশন 124A ভারতীয় সংস্কৃতি নয়, এটা একান্তই পশ্চিমা আমদানী।

সংস্কৃতির কথা যখন উঠলই তখন একবার ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে প্রাচীন ভারত কি ভাবত দেখে নেওয়া যাক। ছোটবেলায় সহায়ক পাঠে উপনিষদের গল্প, পুরাণের গল্প আমার খুব প্রিয় ছিল। এই বইগুলোতেই আমি যম ও নচিকেতার গল্প পড়ি, উদ্দালক ও শ্বেতকেতুর গল্প পড়ি, গার্গী ও যাজ্ঞবল্ক্যের গল্প পড়ি। এগুলো সবই প্রশ্নোত্তরের গল্প। নচিকেতা যমের কাছে মৃত্যুর স্বরূপ জানতে চাইছেন। শ্বেতকেতু আত্মার স্বরূপ জানতে চাইছেন। গার্গী ব্রহ্মের স্বরূপ জানতে চাইছেন। ভারতের সংস্কৃতি চিরকালই প্রশ্ন করার অধিকারকে মান্যতা দিয়েছে। মহাভারত সকলেই পড়েছেন। না পড়ে থাকলেও বি আর চোপড়ার টিভি সিরিয়াল তো অবশ্যই দেখেছেন। সেখানেও দ্রৌপদী ভরা রাজসভায় যুধিষ্ঠিরকে ভর্ত্সনা করছেন। যুধিষ্ঠির রাজা হওয়া সত্ত্বেও তাঁকে সেই নিন্দা সহ্য করতে হয়েছে। যুদ্ধের শেষে সন্তানহীনা গান্ধারী কৃষ্ণকে নির্বংশ হওয়ার অভিশাপ দিয়েছেন। যদিও তিনি জানতেন কৃষ্ণ ভগবানের অংশ, তবু অভিশাপ দেওয়া আটকায় নি। কৃষ্ণও মাথা পেতে সেই অভিশাপ নিয়েছেন। পদমর্যাদায় খাটো হলেই বিনাপ্রশ্নে সব অন্যায় মেনে নিতে হবে ভারতীয় সংস্কৃতি একথা বলে না। ভারতীয় সংস্কৃতি বরং শেখায় অন্যায় যুদ্ধের শেষে অর্জুনের হাত থেকেও গান্ডীব খসে যায়, ভগবানও সবংশে ধ্বংস হন।

নির্বংশ হওয়াকে কি হিন্দী অনুবাদে "বরবাদী" বলা চলে? জেএনইউতে সেরকমই কিছু শোনা যাচ্ছিল না?

Saturday, February 27, 2016

অস্থির সময়ের জার্নাল - ২

 In the last few weeks we are talking a lot about nationalism. Many articles are being circulated on social media, debates are aired on national TV channels. Everybody has their own opinion on the subject. I don’t have enough knowledge to take a side. I lived in three different countries - twelve different cities over the course of last twenty years. Also got the opportunity to travel to at least one country in the each continent (except Australasia and Antarctica) and thus became briefly acquainted with cultures of different parts of the world. Having lived in so many different places, I don’t feel a strong sense of belonging to any particular place - yet at the core of my heart I consider myself a Bengali, an Indian and a global citizen. I owe my intellectual identity mainly to Bengali writers and philosophers and we are indeed lucky to have some great Bengali leaders who brought a renaissance of thought in 18th-20th century. My Indian identity was induced upon me by my parents who from my early childhood took me to different parts of India - esp. to “not so touristy” places. We spent months in villages of Jharkhand (Bihar at that time) during summer and puja vacation. We travelled without reservation in economy class train, without arranging any lodging at the destined location. When I look back I feel grateful to my parents because that still remains my closest encounter with rural India. I set my foot outside India for the first time at the age of twenty-two. In all places I visited, I was accepted with a lot of warmth and that can not just be sheer luck. This earth, indeed is beautiful. I love to be a part of it. I enjoy the rich diversity it offers. That’s how I developed my identity as a global citizen. Yet at the wake of a sudden nationalism in my country, I feel the need for understanding the essential idea of our nation. As always, I took refuge in the writing of my ultimate teacher - Rabindranath Tagore. I was reading his book titled “Nationalism” published in 1917 - ninety-nine years ago. This book is a compilation of three essays - “Nationalism in the West”, “Nationalism in Japan”, “Nationalism in India” and a poem - “The sunset of the century”. I would like to quote a few paragraphs from “Nationalism in India” which has added great value to my understanding of India. If you are equally confused like me about nationalism, I hope reading the quoted text would shed some light. And at the end, I guess you will also feel hopeless like me, as you will realize that not much has changed over the last century.

“India is too vast in its area and too diverse in its races. It is many countries packed in one geographical receptacle. It is just the opposite of what Europe truly is, namely one country made into many. Thus Europe in its culture and growth has had the advantage of the strength of the many, as well as the strength of the one. India, on the contrary, being naturally many, yet adventitiously one, has all along suffered from the looseness of its diversity and the feebleness of its unity. A true unity is like a round globe, it rolls on, carrying its burden easily ; but diversity is a many-cornered thing which has to be dragged and pushed with all force. Be it said to the credit of India that this diversity was not her own creation ; she has had to accept it as a fact from the beginning of her history. In America and Australia, Europe has simplified her problem by almost exterminating the original population. Even in the present age this spirit of extermination is making itself manifest, by inhospitably shutting out aliens, through those who themselves were aliens in the lands they now occupy. But India tolerated difference of races from the first, and that spirit of toleration has acted all through her history.

Her caste system is the outcome of this spirit of toleration. For India has all along been trying experiments in evolving a social unity within which all the different peoples could be held together, yet fully enjoying the freedom of maintaining their own differences. The tie has been as loose as possible, yet as close as the circumstances permitted. This has produced something like a United States of a social federation, whose common name is Hinduism.

India had felt that diversity of races there must be and should be, whatever may be its drawback, and you can never coerce nature into your narrow limits of convenience without paying one day very dearly for it. In this India was right ; but what she failed to realize was that in human beings differences are not like the physical barriers of mountains, fixed forever - they are fluid with life's flow, they are changing their courses and their shapes and volume.

Therefore in her caste regulations India recognized differences, but not the mutability which is the law of life. In trying to avoid collisions she set up boundaries of immovable walls, thus giving to her numerous races the negative benefit of peace and order but not the positive opportunity of expansion and movement. She accepted nature where it produces diversity, but ignored it where it uses that diversity for its world-game of infinite permutations and combinations. She treated life in all truth where it is manifold, but insulted it where it is ever moving. Therefore Life departed from her social system and in its place she is worshiping with all ceremony the magnificent cage of countless compartments that she has manufactured.

* * *

The general opinion of the majority of the present day nationalists in India is that we have come to a final completeness in our social and spiritual ideals, the task of the constructive work of society having been done several thousand years before we were born, and that now we are free to employ all our activities in the political direction. We never dream of blaming our social inadequacy as the origin of our present helplessness, for we have accepted as the creed of our nationalism that this social system has been perfected for all time to come by our ancestors who had the superhuman vision of all eternity, and supernatural power for making infinite provision for future ages. Therefore for all our miseries and shortcomings we hold responsible the historical surprises that burst upon us from outside. This is the reason why we think that our one task is to build a political miracle of freedom upon the quicksand of social slavery. In fact we want to dam up the true course of our own historical stream and only borrow power from the sources of other peoples' history.

Those of us in India who have come under the delusion that mere political freedom will make us free have accepted their lessons from the West as the gospel truth and lost their faith in humanity. We must remember whatever weakness we cherish in our society will become the source of danger in politics. The same inertia which leads us to our idolatry of dead forms in social institutions will create in our politics prison houses with immovable walls. The narrowness of sympathy which makes it possible for us to impose upon a considerable portion of humanity the galling yoke of inferiority will assert itself in our politics in creating tyranny of injustice.

When our nationalists talk about ideals, they forget that the basis of nationalism is wanting. The very people who are upholding these ideals are themselves the most conservative in their social practice. Nationalists say, for example, look at Switzerland, where, in spite of race differences, the peoples have solidified into a nation. Yet, remember that in Switzerland the races can mingle, they can intermarry, because they are of the same blood. In India there is no common birthrights And when we talk of Western Nationality we forget that the nations there do not have that physical repulsion, one for the other, that we have between different castes. Have we an instance in the whole world where a people who are not allowed to mingle their blood shed their blood for one another except by coercion or for mercenary purposes ? And can we ever hope that these moral barriers against our race amalgamation will not stand in the way of our political unity ?”

The full essay can be found here: https://archive.org/details/nationalism00tagorich

Friday, February 26, 2016

অস্থির সময়ের জার্নাল - ১

 আজ থেকে একবছর আগে এই দিনটিতে - ২৬শে ফেব্রুয়ারী, ২০১৫ ঢাকা শহরে লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে খুন করা হয়। খবরটা প্রথমে বিশ্বাস করতে পারি নি। অভিজিৎ রায়কে তাঁর লেখার মাধ্যমে চিনতাম। তাঁর অনেক লেখার সাথেই সহমত প্রকাশ করতাম। এবং সেই লেখাগুলোই ছিল তাঁকে কুপিয়ে মারার কারন। আমার চেনা-পরিচিতের বৃত্তে একা অভিজিৎ রায় বিশ্বাসের ভাইরাসের বিরুদ্ধে কলম ধরেন নি। অনেক বন্ধু এ বিষয়ে লেখেন, যদি কলমের তেমন জোর থাকত তাহলে আমিও লিখতাম। অভিজিৎএর মৃত্যু আমাদের সকলের সংখ্যালঘুত্ব চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। এবং ব্যাপারটা এখানেই শেষ হল না। এর তিনমাসের মধ্যে আরো দুজন লেখক ওয়াশিকুর রহমান বাবু এবং অনন্ত বিজয় দাস একই ভাবে প্রাণ দিলেন। কিছুদিন লেখালেখি হল। তারপর আমরা এদের নাম ভুলে গেলাম। খুবই স্বাভবিক। মৃতদেহের অভাব পড়ে নি। মধ্যপ্রাচ্য থেকে, আফ্রিকা থেকে নৌকা বোঝাই মৃতদেহ রোজই তীরে এসে ভিড়ছে। মৃত্যুর গল্প ছাড়া বিশেষ গল্প নেই আমাদের। তবু কিছু কিছু মৃত্যু বড্ড অবিশ্বাস্য লাগে। অনেকবার যাচাই করেও বিশ্বাস হতে চায় না যে এমন হতে পারে। যখন শুনলাম মহম্মদ ইকলাখ নামে একজন মানুষকে তার বাড়ি থেকে টেনে বার করে পিটিয়ে মারা হয়েছে কারন কিছু মানুষের নাকি "মনে হয়েছিল" তিনি ফ্রিজে গরুর মাংস রেখেছেন তখন আমি একটার পর একটা খবরের কাগজ ঘেঁটে গেছি এই আশায় যে এটা ভুয়ো খবর। আমি ভাবতে পারি নি কাউকে তার নিজের বাড়ির ফ্রিজে কিছু রাখার জন্য মেরে ফেলা যায়। আরো ভাবতে পারি নি - এই খবর পাওয়ার পরেও পুলিশ প্রথমে ফ্রিজে রাখা মাংসের ফরেনসিক তদন্ত করায় সেটা সত্যিই গরুর মাংস কিনা যাচাই করতে। যেন ফ্রিজে রাখা মাংসটা গরুর হলেই আর কিচ্ছু বলার থাকত না।

অথচ শুনতে পাই এই উপমহাদেশে এখনও নাকি অবস্থা তেমন আশঙ্কাজনক নয়। শুনতে পাই অযথাই দুশ্চিন্তা করছি। আসলে নাকি সম্প্রদায়ে সম্প্রদায়ে সম্প্রীতি অক্ষুন্ন। অনেকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁদের পারিবারিক এবং সামাজিক জীবনে সহিষ্ণুতার উদাহরণ দেন। আমি তাঁদের অবিশ্বাস করি না। এমনকি যাঁদের কট্টর সাম্প্রদায়িক পোস্ট করতে দেখি আমার ধারনা তাঁদেরও ব্যক্তিগত জীবনে অন্য সম্প্রদায়ের বন্ধু আছে। সেই বন্ধুদের সাথে তাঁরা আড্ডা মারেন, কাজ করেন, হয়ত কিছুটা জীবনও ভাগ করে নেন। ব্যক্তিগত পরিসরে অন্য সম্প্রদায়ের কোন মানুষের প্রতি এঁদের আচরণ সবটাই শত্রুভাবাপন্ন নয়। কিন্তু এই মানুষেরাই যখন কোন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন তখন তাঁদের কাছে ব্যক্তিগত পরিচিতি ঝাপসা হয়ে আসে। প্রতিবেশীকে তখন আর প্রতিবেশী বলে চিনতে মন চায় না। সে তখন অন্য দলের মুখ হয়ে যায়।

একবছর আগেও আমি ব্যক্তিগত ধর্মাচরণ সম্পর্কে বেশ উদাসীন ছিলাম। বন্ধুদের সাথে এই নিয়ে তর্ক হয়েছে। আস্তিকদের কাছে আমি নাস্তিক হয়েছি। নাস্তিকেরাও আমায় দলে নিতে চায়নি কারন তাদের কাছে আমি আস্তিক মানুষের ধর্মাচরণের অধিকার নিয়ে সওয়াল করেছি। আমি তখনও দেখতে পাইনি প্রাতিষ্ঠানিক ধর্মে ব্যক্তিগত আচরণ বলে কিছু থাকতে পারে না। ধর্মস্থানগুলো কোনটাই একা মানুষের ঈশ্বরকে খোঁজার জায়গা নয়। ধর্মস্থান আসলে চিহ্নিতকরণের জায়গা। যে চিহ্ন দেখে বোঝা যাবে পাশে ব্সা মানুষটি আমার দলের, নাকি অন্য দলের। তারপর চিহ্ন অনুযায়ী কোনও হত্যালীলায় অংশ নিতে হবে। অথবা তার বদলা নিতে হবে। এবং কোন অবস্থাতেই দলচ্যুত হওয়া চলবে না। কারন একাকীত্বকে আমরা ভয় পাই। মহম্মদ ইকলাখের মৃত্যুর পর বহু মানুষকে বলতে শুনেছি - পিটিয়ে মারা উচিৎ হয়নি ঠিকই, কিন্তু ওদের গরুই বা খেতে হবে কেন! অভিজিৎ রায়ের মৃত্যুর পর শুনেছি - কুপিয়ে খুন খুবই অন্যায়, কিন্তু ও এত কিছু না লিখলেও তো পারত! এই "কিন্তু"টা বড় বিপজ্জনক। একটা খুনকে নিন্দা করার সময়েও যদি "কিন্তু" শব্দটা আসে তাহলে ধরে নিতে হবে আপনার চিহ্নিতকরণ সম্পূর্ণ হয়েছে। আপনার ধর্মাচরণ আর ব্যক্তিগত নেই, তা দলগত। এই দলগত ধর্মাচরণের অধিকারের প্রতি আজ আর আমার সহানুভূতি নেই।