স্থানঃ বৈদ্যবাটির একটি পাড়ায় সবজিবিক্রেতার ঠেলাগাড়ি
কালঃ সকাল নয় ঘটিকা
পাত্রঃ ঠেলাগাড়ির সামনে জটলারত প্রতিবেশীদ্বয় - একজন অধমের জনক প্রদীপবাবুস্যার, অন্যজনের নাম ধরা যাক শ্যামল (কাল্পনিক)
প্রদীপবাবুস্যারঃ একি শ্যামল! তুমি মাস্ক পরো নি?
শ্যামলঃ না না স্যার, এখন তো বাজার করছি। মাস্কটা এখন পরি না।
প্রদীপবাবুস্যারঃ তাহলে কখন পরো?
শ্যামলঃ এই তো বাড়ি গিয়ে চান করে চা খাবো। তারপর মাস্ক পরে খবরের কাগজ নিয়ে বসবো।